দক্ষিণ আফ্রিকার শক্তিশালী স্কোয়াড নিয়ে প্রস্তুতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
- By Jamini Roy --
- 13 January, 2025
পাকিস্তানে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর। ২০১৭ সালের পর এই প্রথম আয়োজিত হতে যাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা শুরু করেছে। বাংলাদেশ, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার পর এবার শক্তিশালী ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার দলে বড় চমক এনরিখ নর্টজে ও লুঙ্গি এনগিদির প্রত্যাবর্তন। ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন এই দুই বোলার। কুঁচকির ইনজুরি কাটিয়ে এনগিদি অক্টোবরে মাঠে ফিরলেও, নর্টজে শেষবার খেলেছেন গত টি-২০ বিশ্বকাপে। ২২ ওয়ানডে খেলে ৩৬ উইকেট শিকার করা নর্টজে এবং ৬২ ওয়ানডেতে ৯৬ উইকেট নেওয়া এনগিদি দলে ফেরায় দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ হবে আরও শক্তিশালী।
দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। দলে রয়েছেন ১০ জন, যারা গত ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো স্কোয়াডের সদস্য ছিলেন। তারা হলেন টেম্বা বাভুমা, কেশভ মহারাজ, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি এবং রসি ফন ডার ডুসেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আইসিসি ইভেন্টে অভিষেক হতে যাচ্ছে তিন ক্রিকেটারের—উইয়ান মুল্ডার, টনি ডি জর্জি এবং রায়ান রিকেলটন। টনি ডি জর্জি এবং রিকেলটনের ওয়ানডে অভিষেক হয়েছে ২০২৩ সালের মার্চে। মুল্ডার অবশ্য জাতীয় দলে প্রথমবার খেলেছেন ২০১৭ সালে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে পাকিস্তানে। তবে নিরাপত্তাজনিত কারণে টুর্নামেন্টের কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নেবে ৮টি দল। ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে ৯ মার্চ।
দক্ষিণ আফ্রিকার পূর্ণ স্কোয়াড
টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস, রসি ফন ডার ডুসেন।
দক্ষিণ আফ্রিকার এই শক্তিশালী স্কোয়াড তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশনে সফলতা অর্জনে কতটা ভূমিকা রাখতে পারে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।